নিজস্ব প্রতিবেদক
কীটনাশক পান করা শাবানা আক্তার (২৫) নামে অসুস্থ এক গৃহবধুঁকে গত বুধবার তার স্বামী নিয়ে এসে ভর্তি করেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। তাকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ডাকা হয় এম্বুলেন্স। গাড়ীতে তোলার পর পরেই রাতে মারা যান শাবানা আক্তার। খবর পেয়ে আসেন পরিবারের লোকজন। তারা এসে পুলিশকে অভিযোগ করেন শাবানা আত্মহত্যার চেষ্টা করেনি তাকে মারপিট করে মুখে কীটনাশক দিয়ে হাসপাতালে নিয়ে এসেছে তার স্বামী ফিরোজ মিয়া। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফিরোজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠিয়ে দিয়েছে। পরিবারের লোকজন জানায় পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ফিরোজ মিয়া প্রথম স্ত্রীর কথা গোপন করে প্রায় ৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের আজিজুল ইসলামের কন্যা শাবানা আক্তার (২৫) কে বিয়ে করেন। এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্ত্রীকে যৌতুকের জন্য প্রায় প্রায় মারপিট করে শাবানার বাবার কাছে যৌতুক হিসেবে দফায় দফায় আদায় করেন প্রায় ৫ লক্ষ টাকা। শাবানার বাবার অভিযোগ তার মেয়েকে শারীরিক নির্যাতন করে মুখে কীটনাশক ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন শাবানার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment