নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় এবার সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ০৩নং কুর্শা ইউনিয়ন পরিষদ থেকে বুধবার (০২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. সাইফুল ইসলামের ব্যবহৃত পালসার কালো রংয়ের ১৫০ সিসি (কাষ্টমস নিলামকৃত) মোটর সাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি।
রংপুরের কাউনিয়ায় এবার সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ০৩নং কুর্শা ইউনিয়ন পরিষদ থেকে বুধবার (০২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. সাইফুল ইসলামের ব্যবহৃত পালসার কালো রংয়ের ১৫০ সিসি (কাষ্টমস নিলামকৃত) মোটর সাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি।
সাইফুল ইসলাম জানান, সংবাদের কাজে এসে মোটর সাইকেলটি ইউপি চেয়ারম্যানের অফিসের সামনে রেখে দু’জন সহকর্মীসহ চেয়ারম্যানের রুমে যান। এর কিছু সময় পর ফিরে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই, লক ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, সিসি ক্যামেরা না থাকায় কুর্শা ইউনিয়ন পরিষদ পুরো অরক্ষিত সেই সুযোগ নিয়েছে চোর চক্র।
ইউপি চোয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ জানান, অল্প সময়ের মধ্যে মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজ করেও মোটর সাইকেলের কোন সন্ধান মিলেনি। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
No comments:
Post a Comment