Thursday, February 10, 2022

বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভায়ারহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউসুফ আলী (৭০)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) আছরবাদ ভায়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বার্ধক্যজ্বনিত কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন .লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 


No comments:

Post a Comment