নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে বুধবার (১৬ ফেব্রুয়ারী) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভুমি)
মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, রাশেদুল ইসলাম, রাজু আহমেদ, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সিঞ্চিতা রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
No comments:
Post a Comment