নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের
জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের গৃহ নির্মাণের উদ্বোধন করেন ইউএনও তাহমিনা তারিন। এ সময় দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, এসিল্যান্ড মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, পিআইও আহসান হাবীব সরকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ঠিকাদার প্রতিনিধি মঞ্জুম আলী প্রমূখ।
সংশ্লিষ্টরা
জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের
জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় একটি প্যাকেজে ১২টি ঘর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান কেয়া এন্টারপ্রাইজ রংপুর। প্রতিটি ঘরের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।
No comments:
Post a Comment