নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে ধান বীজ, পেয়াজ বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
রোববার (২৬ জুন) বিকেলে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম প্রমূখ।
বিনামূল্যে ৫৩০ জন চাষির প্রত্যেককে ৫ কেজি আমন ধান বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার এবং ৫০ জন পেয়াজ চাষিকে ১ কেজি করে বীজ ২০ কেজি এমওপি ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
No comments:
Post a Comment