Monday, June 27, 2022

কাউনিয়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

 

নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ২০২১-২২ অর্থবছরে খরিপ- মৌসুমে আমন ধান গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে ধান বীজ, পেয়াজ বীজ সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

রোববার (২৬ জুন) বিকেলে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম কল্লোল কিশোর সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম প্রমূখ।

বিনামূল্যে ৫৩০ জন চাষির প্রত্যেককে কেজি আমন ধান বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার এবং ৫০ জন পেয়াজ চাষিকে কেজি করে বীজ ২০ কেজি এমওপি ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।


No comments:

Post a Comment