নিরাপদ রেল ভ্রমনের এ ট্রেন যাতায়াত সড়কে অন্তত ১১টি রেল ক্রসিং এখন মরন ফাঁদ। রেল ক্রসিং গুলোর রাস্তা দিয়ে দিন-রাত বিভিন্ন যানবাহন, মানুষ ও গবাদী পশু চলাচল করলেও রেল ক্রসিং গুলোতে নেই রেলওয়ে কর্তৃপক্ষের কোন পাহারাদার বা গেটম্যান তাই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানী।
ইতোমধ্যে রেল দুর্ঘটনা ঘটেছে উপজেলার থানা রেল ক্রসিং, তকিপল হাট রেলগেট, গের্দ্দ বালাপাড়া রেল ক্রসিং, খোপাতী ও তপসীডাঙ্গা রেল ক্রসিং, পাঞ্জরভাঙ্গা রেল ক্রসিং, শহীদবাগ রেল ক্রসিং, বুদ্ধির বাজার বাধের রাস্তা রেল ক্রসিং, মহেশা রেল ঘুন্টি, মৌল রেল ক্রসিং, বল্লভবিষু রেল ক্রসিংয়ে।
এসব অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষ ও গবাদী পশুর মরণ ফাঁদে পরিনত হয়েছে। অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব-নিশ্চুপ, তবে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন!
এ সংক্রান্তে অনেকবার পত্র-পত্রিকায় সংবাদ প্রচার হলে সংশ্লিষ্টরা আশারবাণী শুনালেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে কয়েকবার উপজেলা মাসিক সভায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষকে জানানো হলেও পাওয়া যায়নি এখনো কোন ভাল ফল।
কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশন মাস্টার মো. আইনুল ইসলাম জানান, প্রয়োজনীয় ৪২ জন জনবলের বিপরীতে চুক্তিভিত্তিকসহ ২৫ জন দায়িত্ব পালন করছেন। এ সমস্যা গুলোর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছে। এলাকাবাসী বলছেন, এভাবেই কতদিন থাকবে অরক্ষিত এসব রেল ক্রসিং? তবে কী একের পর এক ঘটবে দুর্ঘটনা আর ঝড়বে প্রাণ!
-এমআর
No comments:
Post a Comment