উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক এবং সারাই ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম দিনব্যাপী সারাই ও হারাগাছ ইউপি চত্বর এবং বরুয়াহাট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকবৃন্দের হাতে বেতনের সমুদয় টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন এনজিওয়ের প্রকল্প পরিচালক শাহেদুল হক, প্রকল্প ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান পিন্টু প্রমুখ।
জানা গেছে, সরকারি অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) আওতায় কাউনিয়া উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে গত ডিসেম্বরে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ছয় মাসের প্রকল্পের মেয়াদ গত জুনের ৩০ তারিখ শেষ হয়ে যায়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক ও সুপারভাইজার তাদের সম্মানি ভাতা পায়নি।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি হলে শুরু হয় নানা গুঞ্জন। পরে শিক্ষক ও সুপারভাইজারদের বেতনের টাকা ছাড় করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মঙ্গলবার (১৯ জুলাই) টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ ও হারাগাছ পৌরসভায় প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের সম্মানি ভাতা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
-এমআর
No comments:
Post a Comment