Tuesday, July 19, 2022

কাউনিয়ায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকগণ পেলেন সম্মানি ভাতা

 

নিজস্ব প্রতিবেদক 
সরকারের অর্থায়নে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) আওতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন-নগর এনজিও কর্তৃক বাস্তবায়নে রংপুরের কাউনিয়ায় প্রকল্পের শিক্ষকগণের সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার সারাই, হারাগাছ কুর্শা ইউনিয়নের ১২০টি স্কুলের ২৪০ জন শিক্ষক-শিক্ষিকাদের মাসের সম্মানি ভাতা বিতরন করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক এবং সারাই ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম দিনব্যাপী সারাই হারাগাছ ইউপি চত্বর এবং বরুয়াহাট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকবৃন্দের হাতে বেতনের সমুদয় টাকা তুলে দেন। সময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন এনজিওয়ের প্রকল্প পরিচালক শাহেদুল হক, প্রকল্প ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান পিন্টু প্রমুখ।

জানা গেছে, সরকারি অর্থায়নে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) আওতায় কাউনিয়া উপজেলার একটি পৌরসভা ছয়টি ইউনিয়নে গত ডিসেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ছয় মাসের প্রকল্পের মেয়াদ গত জুনের ৩০ তারিখ শেষ হয়ে যায়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক সুপারভাইজার তাদের সম্মানি ভাতা পায়নি।

নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি হলে শুরু হয় নানা গুঞ্জন। পরে শিক্ষক সুপারভাইজারদের বেতনের টাকা ছাড় করে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মঙ্গলবার (১৯ জুলাই) টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ হারাগাছ পৌরসভায় প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের সম্মানি ভাতা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

-এমআর

No comments:

Post a Comment