Tuesday, July 26, 2022

কাউনিয়ায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের সম্মানি ভাতা বিতরণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক 
সরকারের অর্থায়নে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) আওতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন-নগর এনজিও কর্তৃক বাস্তবায়িত রংপুরের কাউনিয়ায় প্রকল্পের শিক্ষকদের সম্মানি ভাতা বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজদর্পা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টেপামধুপুর ইউনিয়নের প্রকল্পের শিক্ষকগণের মাঝে সম্মানি ভাতা প্রদানের মধ্যদিয়ে হারাগাছ পৌরসভাসহ ইউনিয়নে ৩২০টি স্কুলের ৬৪০ জন শিক্ষক-শিক্ষিকার মাসের সম্মানি ভাতা বিতরণ সম্পন্ন করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা .লীগ সদস্য আব্দুর রাজ্জাক এবং সারাই ইউপি চেয়ারম্যান উপজেলা .লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম উপস্থিত থেকে পর্যায়ক্রমে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকবৃন্দের হাতে বেতনের সমুদয় টাকা তুলে দেন।

এসময় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন এনজিওয়ের প্রকল্প পরিচালক শাহেদুল হক, প্রকল্প ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান পিন্টুসহ জনপ্রতিনিধি, সাংবাদিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্মানির টাকা হাতে পেয়ে বেজায় খুশি মৌলিক সাক্ষরতা স্কুলের শিক্ষকরা।

-এমআর

 

No comments:

Post a Comment