Wednesday, August 10, 2022

কাউনিয়ায় চাঁদা দাবীর অভিযোগে আটক ১


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় ব্যবসায়ির কাছে চাঁদা দাবীর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ি থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তকে বিকেলেই আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বুড়িরহাট বাজারে। আটককৃর্ত যুবক ওই এলাকার আউয়াল মেকারের ছেলে রতন মিয়া (৩০)

ভুক্তভোগী স্থানীয়রা জানায়, টেপামধুপুরে বিনোদমাঝি গ্রামের মৃত মজর আলীর ছেলে সাধারণ ব্যবসায়ি জব্বার আলী প্রায় এক মাস আগে আজমখাঁ গ্রামের আব্দুল লতিফের ছেলে শফিকুল ইসলামের নিকট প্রায় পৌঁনে দুই লাখ টাকার বাদাম ক্রয় করে এবং পাওনা সমুদয় টাকা পরিশোধ করেন।

অবস্থায় গত ০৮ আগষ্ট বেলা ১১টার দিকে বুড়িরহাট বাজারে ব্যবসায়ি জব্বার আলীর কাছে তাঁর গোডাউন ঘরের সামনে বাদামের টাকার অজুহাতে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ রতন মিয়া সাঙ্গপাঙ্গ নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চায়। জব্বার আলী চাঁদা দিতে অস্বীকার করলে প্রকাশ্য সে গালিগালাজসহ নানা ভয়ভীতি হুমকি প্রদান করতে থাকে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে এলে চাঁদাবাজ রতন মিয়া তাঁর সঙ্গীরা সঁটকে পড়ে।

ভুক্তভোগী জব্বার আলী জানান, আমি ভীতসন্ত্রস্থ আতঙ্কগ্রস্ত। স্বাভাবিক ভাবে ব্যবসা-বানিজ্য যাতায়াত করতে পারছিনা। এতে পরিবার-পরিজন নিয়ে আমি জানমাল ক্ষতির আশঙ্কা করছি।

থানা
অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, অভিযোগের প্রেক্ষিতে রতন মিয়াকে আটক করা হয়েছে। ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধৃর্তের কর্মকান্ডে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়িগণ দ্রুত বিচার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

 

 

No comments:

Post a Comment