নিজস্ব সংবাদদাতা
মোবাইল কোর্ট পরিচালনা করে সারের মূল্য বেশি নেওয়া ও অবৈধভাবে সার মজুদ
রাখার অপরাধে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বুড়িরহাটে মেসার্স সোহাগ সার ঘর স্বত্বাধিকারী আলম মিয়ার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন মোবাইল কোর্ট চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ রায়
দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল
ইসলামসহ একদল পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মজুদকৃত সার সংশ্লিষ্ট উপ-সহকারি কৃষি কর্মকর্তা,
ওয়ার্ড মেম্বার ও পুলিশের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে
বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মূল্যরোধে এমন অভিযান অব্যাহত রাখার দাবী স্থানীয় কৃষকদের।
No comments:
Post a Comment