বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান। তিনি জানান, আসামীদের সাত দিনের রিমান্ড চাইলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
গ্রেফতার তিন আসামি হলেন- নাহেদুল ইসলাম সায়েম (২০) শেখ মনিরুজ্জামান প্রিন্স (২০) ও মেহেদী হাসান পলাশ (২২)।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সকালে সানজিদাকে নিয়ে ঘুরতে যান সায়েম, প্রিন্স ও পলাশ। ওইদিন রাতে উপজেলার শিবু কুঠিরপাড়-টেপামধুপুর রোডের পাশে সানজিদাকে ছুরিকাঘাত করে ফেলে যান তারা। সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সানজিদার বাবা ইব্রাহিম খান বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পরই সায়েমকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সায়েমের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে ঘটনায় আরও দুজনের জড়িত থাকার কথা জানা যায়। পরে প্রিন্স ও পলাশকে গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, আদালত তিন আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামীদের জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
No comments:
Post a Comment