নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ার হারাগাছ থেকে পাচারকালে ৩০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। এসব সার অন্যত্র পাচারের চেষ্টা করার অপরাধে হারাগাছের চর নাজিরদহ একতার বাজারে সার ব্যবসায়ি মাহফুজার রহমানের নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড করেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার
(১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা তারিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকারসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নিয়মবহির্ভূতভাবে ৩০ বস্তা ইউরিয়া সার সুন্দরগঞ্জ উপজেলায় পাচারকালে ধরা পড়েছে। সরকার নির্ধারিত মূল্যে ওই সকল সার এলাকার কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। সারের কৃত্রিম সংকট ও কালোবাজারী রোধে নিয়মিত তদারকি এবং অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
-এমআর
No comments:
Post a Comment