নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। সুমনা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার শহীদবাগ ইউনিয়নের স্বাব্দী গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
জানা গেছে, গত বুধবার ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন আর বাড়িতে ফিরেনি সুমনার বাবা শাহজাহান আলী। ওইদিন সন্ধায় বালাপাড়া ইউনিয়নে মৌলভীবাজার এলাকায় তিস্তার শাখা মানাষ নদীতে মাছ ধরা কালে মাঝিরা পানির কচুড়িপানার মধ্যে অজ্ঞাত এক লাশ দেখতে পায়। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশের ছবিসহ সংবাদটি প্রচার হয়। পরে সুমনার স্বজনরা তার বাবার লাশ শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করতে মর্গে পাঠিয়ে দেয়।
বেলা ১১টার আগেই চোখ মুছতে মুছতে পরীক্ষা কেন্দ্রে যায় সুমনা। সহপাঠী ও কেন্দ্র শিক্ষকদের সহযোগিতায় প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় সে। পরীক্ষার্থী সুমনার চোখে জল দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। সুমনার সহপাঠী মিথিলা ও শাবানা জানান, পরীক্ষার হলে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছে আর খাতায় লিখেছে সুমনা। এ দৃশ্য দেখে তার সহপাঠী ও শিক্ষকরা শোকাহত হয়েছেন।
No comments:
Post a Comment