Saturday, November 12, 2022

কাউনিয়ায় শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের উদ্যোগে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে কাউনিয়া কলেজ শিক্ষক কমনরুমে অধ্যক্ষ মোঃ ফারুক আজম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

কলেজের প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শিবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, টেপামধুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম, ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, ভায়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

মানসম্মত শিক্ষার অভিগম্যতায় প্রতিষ্ঠান গুলোতে আরো বেশি কার্যকর ফলপ্রসূ করতে এবং মানবিক বিজ্ঞান অনুষদের সাথে তাল মিলিয়ে বানিজ্য শাখা এগিয়ে যেতে প্রাতিষ্ঠানিক সমস্যা এবং সম্ভাবনার নানাদিক বক্তব্যে তুলে ধরেন।

এমআর 

No comments:

Post a Comment