Monday, November 7, 2022

কাউনিয়ায় নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৮২ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়ে ফেলা হয়।

সোমবার (০৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিট্রেট তাহমিনা তারিন উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পায় অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলমসহ একদল পুলিশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানাষ নদী, খাল, বিল জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছেন। বিশেষ করে নিষিদ্ধ রিং জাল ব্যবহারে মাছের প্রজনন ক্ষতিগ্রস্থ হচ্ছে।

নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। গতকাল অভিযান চালিয়ে ৭২০ ফুট নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ২০০ মিটার লম্বা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এমআর

No comments:

Post a Comment