নিজস্ব সংবাদদাতা
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় কবরস্থান এলাকায় মোস্তাফিজার রহমান লিটু (৪২) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার
(২১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত লিটু উপজেলার খোপাতি মাঠেরপাড় গ্রামের পশু চিকিৎসক জামিল আনছারের মেজো ছেলে এবং কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বেতার উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টুর বড়ভাই।
স্থানীয় সুত্র জানায়, কাউনিয়া বাসস্টান্ডে কাপড়ের দোকান বন্ধ করে লিটু বাইসাইকেল চালিয়ে মহাসড়ক ধরে বাড়িতে ফিরছিলেন। এমতবস্থায় সে কেন্দ্রীয় কবরস্থানের পাশে পৌঁছালে অজ্ঞাত বাহন তাকে পিষে দিয়ে যায়। এসময় ছিন্নভিন্ন হয়ে যায় তার কোমর থেকে মাথা পর্যন্ত।
পরে দেখতে পেয়ে এক জনৈক পথচারীর চিৎকারে লোকজন ছুটে আসেন। প্রথমে তাকে চিনতে না পেলেও ঘটনাস্থলে পড়ে থাকা মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে সনাক্ত করা হয়। নিহত লিটু দুই কন্যা সন্তানের জনক। এরমধ্যে একজন প্রতিবন্ধী রয়েছে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে ঘাতক বাস না ট্রাক তাকে পিষে দিয়ে গেছে এখনও জানা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর
No comments:
Post a Comment