নিজস্ব সংবাদদাতা
‘যদি হই রক্ত দাতা জয় করবো মানবতা’ প্রতিপাদ্যে রক্তদানের মাধ্যমে মানবসেবায় নিয়জিত রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। সাংগঠনিক কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে শুক্রবার (২০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা পরিচালক মনিরুজ্জামান এবং সহ পরিচালক রবিতুল ইসলাম স্বাক্ষরিত আগামী একবছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এতে হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও আসাদুজ্জামান রংপুরীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির উপদেষ্টা- আশরাফুজ্জামান বুলেট, রাফিউল ইসলাম রাফি, মাহমুদুল হাসান সিফাত, আব্দুল রাজ্জাক, আল-মামুন। সহ-সভাপতি হিসেবে সাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমেদ ও লুৎফর রহমান লিয়ন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি ও মিনহাজুল ইসলাম মুরাদ, দপ্তর সম্পাদক আফরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাওছার আহমেদ সুজন।
রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান জানান, আমাদের ফাউন্ডেশনের সদস্যরা খুব একটিভ আশাকরি এই কমিটির মাধ্যমে তারা রক্তদান কার্যক্রমে রক্তদাতা সংগ্রহে আরও উৎসাহ যোগাবে।
এমআর
No comments:
Post a Comment