নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া থানাপুলিশ
৬ বোতল ফেন্সিডিলসহ
২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তারা হলেন- উপজেলার
হারাগাছ পল্লীমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে বিপুল মিয়া (৩৩) একই এলাকার মৃত জোব্বার
আলীর ছেলে জহুরুল মিয়া জহু (৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এসআই মনিবুর সঙ্গীয় একদল পুলিশ হারাগাছ নাজিরদহ একতার
বাজারগামী মরা তিস্তা নদীর বড়ব্রীজের উপরে অভিযান চালিয়ে বিপুল মিয়া ও জহুরুল
মিয়া জহুকে ৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, ধৃর্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে রোববার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমআর
No comments:
Post a Comment