Sunday, December 29, 2024

কাউনিয়ার কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সদস্য সচিব মো. আব্দুল মজিদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ কুর্শা ইউনিয়নের মহেশা গ্ৰামের কপিল উদ্দিনের ছেলে।


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম সর্দার জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনায় ১৪ অক্টোবর মামলা করেন গুরুতর আহত মো. ফারুক। ই মামলায় আব্দুল মজিদের নাম রয়েছে। তাকে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।


এমআর

No comments:

Post a Comment