Saturday, October 21, 2023

কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ-সমাবেশ


নিজস্ব সংবাদদাতা 
ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বেইলিব্রীজ বাজার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে সম্মিলিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলিব্রীজ বাসস্ট্যান্ডের পাশে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। এসময় কয়েক হাজার মুসল্লি ইসরাইলি আগ্রাসন বন্ধে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে খামার চাঁন্দঘাট পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেইলিব্রীজ বাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব  হাফেজ মো. আব্দুল্লাহ্, বেইলিব্রীজ বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন .লীগের সাংগঠনিক সম্পাদক  মো. ফেরদৌস আহমেদ ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা, অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশের সাথে ইসরায়েলের সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরি, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য, ঔষধসহ সকল প্রকার প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করার ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এছাড়া মুসলিম জাতির প্রথম কেবলা 'বায়তুল মুকাদ্দাস' মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা। এরআগে রাষ্ট্রীয় ঘোষণায় উপজেলার  সকল মসজিদে ইসরায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের উদ্ধারে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এমআর

No comments:

Post a Comment