নিজস্ব সংবাদদাতা
সত্য উম্মোচনে নির্ভীক অনলাইন প্রেসক্লাব কাউনিয়া, রংপুর এর সভাপতি হিসেবে জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টায় কাউনিয়া উপজেলা সদরে শাহ্ আব্দুর রশিদ সুপার মার্কেটের ৩য় তলায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় মো. মিজানুর রহমান মিজানকে সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোকছেদ আলী, সদস্য মো. জাকিরুল ইসলাম মিন, মো. আসলাম খান, মো. সজিব হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন আনন্দ, মো. মঞ্জুরুল আহসান শামীম, মোছা. হ্যাপী আক্তার প্রমূখ।
এরআগে অনলাইন প্রেসক্লাব কাউনিয়া, রংপুর এর কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সভায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমআর
No comments:
Post a Comment