Saturday, October 28, 2023

কাউনিয়ায় ১ কেজি গাঁজাসহ অটোরিক্সা যাত্রী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা 
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া থানা পুলিশের তল্লাশী অভিযানে  কেজি গাঁজাসহ শাহিন মিয়া (৩৬) নামে এক অটোরিক্সা যাত্রীকে গ্রেফতার করেছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর থানার সরদার পাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে এবং লালমনিরহাট সদর থানার ওয়ারলেছ কলোনী এলাকার বাসিন্দা।

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নিজপাড়া মৌজাস্থ রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আল-মদিনা হোটেলের সামনে এসআই সাজু মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকিং ডিউটি করা কালীন রংপুর অভিমূখে অটোরিক্সা যাত্রী শাহিন মিয়ার দেহ তল্লাশী করে তার কোমরের মধ্যে বিশেষ কায়দায় রাখা কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, ধৃর্ত শাহিন মিয়া অটোরিক্সা যাত্রীবেশে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ () সারনির ১৯ () ধারায় মামলা রুজু করা হয়েছে।

এমআর

 

 

No comments:

Post a Comment