নিজস্ব সংবাদদাতা
‘সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
(৩১ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট চাষি এতে অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে এই প্রশিক্ষণে ভার্চুয়াল বক্তব্য দেন- সৈয়দ ফারুক আহমেদ পরিচালক ও ডিপিডি (উপ সচিব)।
বক্তব্য রাখেন- পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন সাথী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ।
প্রশিক্ষণে পাট বীজ চাষ পদ্ধতি, উন্নত পদ্ধতিতে পাট পচন, পাট বীজ উৎপাদন, পাট সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের তৈরী ব্যাগ দেওয়া হয়।
এমআর
No comments:
Post a Comment