Thursday, November 2, 2023

কাউনিয়ায় নব্বই দশক ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের শান্তি সমাবেশ


নিজস্ব সংবাদদাতা 
দেশব্যাপি বিএনপি-জামায়াত তার সহযোগী সংগঠনের অরাজকতা, নৈরাজ্য এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরের কাউনিয়ায় শান্তি সমাবেশ করেছে নব্বই দশকের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ত্যাগি ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বিভিন্ন সড়ক ঘুরে এসে কাউনিয়া বাসস্টান্ডে শান্তি সমাবেশে মিলিত হয়। নব্বই দশক ছাত্রলীগ, যুবলীগ .লীগের মূখপাত্র আশরাফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা .লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন- উপজেলা .লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, উপজেলা .লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, .লীগ নেতা জালাল উদ্দিন, উপজেলা মহিলা .লীগের সাধারণ সম্পাদক শামছুন নাহার রাণী, বালাপাড়া ইউনিয়ন .লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইউছুব আলী, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি হাসনা পারভীন মুক্তি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার রনো, যুবলীগ নেতা নাজির হোসেন মিঠু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর হালিম, ছাত্রলীগ নেতা আব্দুল লতিফসহ নব্বই দশক ছাত্রলীগ, যুবলীগ .লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত অশুভ শক্তির আগুন সন্ত্রাস, নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতি হরতাল-অবরোধ প্রতিহত করার ঘোষনা দেন।

এমআর

No comments:

Post a Comment