Thursday, November 2, 2023

হারাগাছে আল-হিকমা ক্যাডেট স্কুলের একবছর পূর্তি অনুষ্ঠান


নিজস্ব সংবাদদাতা 
আল-হিকমা ক্যাডেট স্কুলের একবছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা স্কুল মাঠে বুধবার (০১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী বাবু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, আল-হিকমা ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান সরকার রাজু, পরিচালক মকবুল সালাম, আব্দুর রহমান, আল আমিন মাসুদ, প্রভাষক মুজিবুর রশিদ, কিশামত চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সরকার, সমাজ সেবক মো. জহুরুল ইসলাম, ওসমান আলী, নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের পরিচালক মুহাম্মদ জিয়ারুল ইসলাম আকন্দ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমআর

No comments:

Post a Comment