নিজস্ব প্রতিবেদক
৭ম বর্ষে পদাপর্ণ রংপুরের কাউনিয়ার স্বনামধন্য বিদ্যাপীঠ টাচ্ স্টোন মডেল স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪) ডিসেম্বর) টাচ্ স্টোন মডেল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও মধ্যাহ্ণভোজের আয়োজন করা হয়।
টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন টাচ্ স্টোন মডেল স্কুলের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, কাউনিয়া কলেজের সহকারি অধ্যাপক আব্দুল জলিল, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তা।
বক্তব্য রাখেন- টাচ্ স্টোন মডেল স্কুলের উপাধ্যক্ষ শাহ্ মোস্তাফিজার রহমান, স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচালক জাহাঙ্গীর আলম জনি ও করিমুজ্জামানসহ অনেকে। পরে আমন্ত্রিত শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment