Monday, December 4, 2023

রংপুর-৪ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা


নিজস্ব সংবাদদাতা 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঘোষণা দেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। আসনে জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আসনটিতে বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা সেলিম বেঙ্গল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী।

এমআর

 


No comments:

Post a Comment