নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় সারাই বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির অপরাধে হারাগাছ সার ঘর স্বত্বাধিকারী ইয়াছিন আলীর দুই হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক অভিযান পরিচালনা করে এ রায় দেন।
এসময় তার সাথে ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আজমাইন মুশতারী সঙ্গীয় একদল পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাসায়নিক বিশ্লেষণে মানহীন কোম্পানির ভেজাল বালাইনাশক রেক্সিথেন এম-৪৫ এবং বেশকিছু মেয়াদোত্তীর্ণ বালাইনাশক মজুদ-বিক্রির দায়ে তাকে অর্থদন্ড ও সতর্ক করা হয়। জব্দকৃর্ত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক মাটিতে গভীর গর্ত করে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে।
কৃষকের সাথে অসাধু সার ও বালাইনাশক ব্যবসায়িদের প্রতারণা ঠেকাতে ভেজাল বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবী স্থানীয়দের।
এমআর
No comments:
Post a Comment