Wednesday, January 17, 2024

কাউনিয়ায় ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ


নিজস্ব সংবাদদাতা 
শীতের তীব্রতা, জয় করুক উষ্ণতাশ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়ার নিজ তহবিল থেকে বালাপাড়া ইউনিয়নের ৯২টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ২৮টি মন্দিরের পুরোহিতদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, আফজাল হোসেন, মহির উদ্দিনসহ অনেকে।

এসময় অতিথিবৃন্দ শীতে কাঁতর গরীব দরিদ্র মানুষ গুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এমআর

No comments:

Post a Comment