Thursday, January 18, 2024

কাউনিয়ায় এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিজস্ব সংবাদদাতা 
এগারো পেরিয়ে বারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন শ্লোগানে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির বারো বর্ষে পদার্পণ   প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমান মিটুল এর সঞ্চালনায় কেক কাটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মায়া গ্রুপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাকাতুল আইরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম।

অনুষ্ঠানে সাংবাদিক মিজানুর রহমান মিজান, আব্দুল কুদ্দুস বসুনিয়া, জহির রায়হান, সাইফুল ইসলাম, জসিম সরকার, আসলাম হোসেন, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম মিন্টু, আহসান হাবীব তুষার, জুলহাস হোসেন সোহাগ, আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment