Wednesday, August 21, 2024

কাউনিয়া কলেজে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনের চতুর্থতলায় অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোছা. মোছাব্বিরা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. আসাদুজ্জামান শামীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, কৃষি শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ডক্টর মো. সরোয়ার হোসেন বসুনিয়া, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দেবাশীষ মহন্ত, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবু মো. আহসান সিদ্দিক পল্লব, ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. রিতা বেগম, অনার্স রাষ্ট্রবিজ্ঞান চতুর্থবর্ষের শিক্ষার্থী বিশ্বজিত রায় প্রমূখ।

এরআগে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

 

 

 

 

 

 

No comments:

Post a Comment