Tuesday, August 20, 2024

কাউনিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবলু সরকার বাবুর সভাপতিত্বে সদস্য সচিব মোসাব্বের হোসেন কোয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহব্বায়ক এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আক্তারুজ্জামান মন্ডল, সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু।

বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক জুনায়েদ হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলম ব্যাপারীউপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান উকিল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন, যুগ্ন আহব্বায়ক শাহ্ আলম, সবুজ মিয়া, সাবলু খন্দকার, মিজানুর রহমান মিজান, মাসুম মিয়া, হাফেজ মিয়া, রুবেল মিয়া, মানিক সরকার, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক হেমায়েতুল ইসলাম প্রত্যাশা প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহব্বান জানান বক্তারা।

এমআর

No comments:

Post a Comment