Friday, November 8, 2024

কাউনিয়ায় যুবলীগ নেতা এরশাদ গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক 
রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় কাউনিয়ায় সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেফতার পুলিশ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামন থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই উদয়নারায়ন গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই আগস্টে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা হামলার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে বৃহস্পতিবার সন্ধার পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হারাগাছ থানার পাশে স্কুলের সামন থেকে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে আটক করে। রাতেই তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান বলেন, আটক এরশাদ আলমকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এদিকে পুলিশের অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলম আটকের খবর ছড়িয়ে পড়ায় সারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুবলীগ নেতা এরশাদ আলম তুচ্ছ ঘটনায় গ্রামের অসহায় মানুষদের মামলা, হামলা করে ক্ষতিগ্রস্থ করেছে। এরশাদের অন্যায় আর দলীয় দাপটে গ্রামের অনেকেই প্রতিবাদ করার সাহস পায়নি।

এমআর

No comments:

Post a Comment