নিজস্ব সংবাদদাতা
বহুল প্রচারিত দৈনিক সকালের বানী পত্রিকা একবছর পেরিয়ে দ্বিতীয় বর্ষপূর্তিতে
রংপুরের কাউনিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার শহীদবাগে মা আমেনা মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কাউনিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. জামিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন- দৈনিক সকালের বানী কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। 
সকালের বানীর বর্ষপূর্তি অনুষ্ঠানে শহীদবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক মাওলানা এমদাদুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আজিজুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির উপদেষ্টা মো. মনিরুল ইসলাম মিন্টু, বিজয় ফুড প্রোডাক্টস এর পরিচালক মো. মজিদুল ইসলাম, মিফতাহুল ফুড প্রডাক্টস এর পরিচালক মো. মফিজুল ইসলাম, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো. আখতারুল ইসলাম জাদুসহ বিভিন্ন ইলেকট্রনিক্স
ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর 

No comments:
Post a Comment