Tuesday, November 26, 2024

যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন : কাউনিয়ায় আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন রংপুর জেলার আবু সাঈদ। অথচ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এই জেলা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সরকারে কোন বৈষম্য থাকবে না। 

মঙ্গলবার (২৬ নভেম্বর)  দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো জেলা আমি সফর করতে এসেছি। কাউনিয়া ও পীরগাছা তিস্তা নদী বেষ্টিত উপজেলা। এখানে আলু, বাদাম, ভুট্টাসহ প্রচুর চাষাবাদ হয়। এখন থেকে যাতে রংপুর জেলা কোন বৈষম্যের শিকার না হয় সেজন্য আমি ঢাকায় ফিরে গিয়ে সকল ব্যবস্থা গ্রহণ করবো। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিতে চাই, তবে সেটা এই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে প্রায় অর্ধশতাব্দী পর সংস্কারের যে সুযোগ এসেছে আমরা তা কাজে লাগাতে চাই। দেশের উন্নয়নে কোন কার্যক্রম বন্ধ নেই। সরকারের যে উন্নয়ন কার্যক্রম যেটা আন্দোলন সংগ্রামের কারণে ব্যাহত হয়েছে সেটাকে ক্যাচাপ করার জন্য সকল ধরনের কার্যক্রম কন্সিডারেট করছি, যাতে করে যে কার্যক্রম ব্যাহত হয়েছে তা পূরণ করতে চেষ্টা করছি। জাতীয় পর্যায়ে কোন প্রকার সার সংকট নেই বলে আমি মনে করি, দায়িত্ব নেওয়ার পর এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। 

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পীরগাছা থেকে হেলিকপ্টার যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। 

এমআর

No comments:

Post a Comment