নিজস্ব সংবাদদাতা
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের ৪৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠান নবীন-প্রবীণের এক মিলন মেলায় পরিনত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. সফিকুল আলম সফি।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, মীরবাগ কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য অ্যাডভোকেট শাহীন সরকার ও এনামুল হক।
বক্তব্য দেন কলেজের সাবেক উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের সাবেক প্রধান সহকারী অধ্যাপক ডক্টর শাশ্বত ভট্টাচার্য, ইংরেজি বিভাগের সাবেক প্রধান সহকারী অধ্যাপক মোকাম্মেল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী, ইতিহাস বিভাগের সাবেক প্রধান সহকারী অধ্যাপক ফজলুল হক, বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক সুনিল চন্দ্র সরকার, ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, ইতিহাস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোহাম্মদ মহসীন হীরাসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক রিতা বেগম। পরে বিদায়ী সকল শিক্ষক-কর্মচারীবৃন্দের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
এমআর
No comments:
Post a Comment