Monday, November 18, 2024

কাউনিয়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার-১

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ মেহেদী হাসান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত পৌঁনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ কাউনিয়া ফায়ার স্টেশন সামনে আর-কে রোডের ওপর থেকে মেহেদী হাসানকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে ডিবি পুলিশ। পরে রাতই তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি। 

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শরিফ বলেন, আটক মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা রুজূ হয়েছে। সোমবার সকালে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।


এমআর

No comments:

Post a Comment