Saturday, November 16, 2024

কাউনিয়ায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

পুলিশই জনতা, জনতাই পুলিশ প্রতিপাদ্যে শনিবার (১৬ নভেম্বর) রংপুরের কাউনিয়া থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছা. রাজিয়া সুলতানা। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম সোহাগ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশনারা রত্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার। 

অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিয়া, যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম, মানিক সরকার, রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডল, সদস্য সচিব সেকেন্দার আলী বিএসসি, কুর্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোমিন, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বের হোসেন, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ওপেন হাউজ-ডে শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারণের বিভিন্ন বিষয় বক্তব্যে তুলে ধরেন। 

সমস্যা গুলো নিরসনে থানা পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছা. রাজিয়া সুলতানা। 

এমআর

No comments:

Post a Comment