Saturday, November 16, 2024

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তির দেহ

নিজস্ব সংবাদদাতা 

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডের পশ্চিমে মায়া পারটেক্স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঘাতক গাড়ী সনাক্ত বা আটক এবং নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

কাউনিয়া থানা পুলিশ পরিদর্শক ওসি এসএম শরিফ জানান, মীরবাগ বাসস্ট্যান্ড থেকে অনুমান পাঁচশো গজ পশ্চিমে শনিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ভিকটিম রাস্তায় পড়ে শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যুবরণ করেন। গাড়ীটি সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। 

থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল ও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমআর

No comments:

Post a Comment