Friday, November 15, 2024

কাউনিয়ায় তালুক শাহাবাজ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় ঐতিহ্যবাহী তালুক শাহাবাজ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন মসজিদ পুনর্গঠন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন- জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আলহাজ্ব নূর মোহাম্মদ, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, বিএনপি নেতা মো. শাহিনুর আলম শাহিন প্রমূখ।

সভা শেষে মসজিদের সকল মুসল্লিদের সম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আজিজ, সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম এবং আলহাজ্ব শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটি আগামী তিন বছর মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। পরে মসজিদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি যারা মসজিদ প্রতিষ্ঠা পরিচালনায় দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআর

No comments:

Post a Comment