Monday, December 16, 2024

কাউনিয়ায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসন আয়োজনে দিবসের শুরুতে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি ও মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড্ডয়ন শেষে চারু-কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্যের দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীন হস্তপণ্যের সমারহে ১৫টি স্টোল অংশ নেয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, চিত্রাংকন-ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া হাসপাতাল ও এতিমখানা গুলোতে উন্নত খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ইউএনও মো. মহিদুল হক, এসিল্যান্ড মো. লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এমআর

No comments:

Post a Comment