নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় বিদ্যুতের সট সার্কিটের আগুনে এক কৃষি শ্রমিকের বসতবাড়ির চারটি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ আটানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আবু তালেব।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পরে কৃষি শ্রমিক আবু তালেবের বসতবাড়ীর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখতে পায় পরিবারের লোকজন। তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো চেষ্টা করেন।
কিন্তু আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলীহান শিখায় আবু তালেবের দুইটি ঘর, আব্দুর রহিমের দুইটি ঘর এবং ধান, চাল, হাঁস, মুরগি, আসবাবপত্র ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামসুল হক সরকার বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, তালুক সাহাবাজ আটানী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারটি আবেদন করলে সরকারি ভাবে সহায়তা করা হবে।
এমআর
No comments:
Post a Comment