Thursday, December 19, 2024

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

সন্ত্রাস, মাদক, জুয়া, নির্মুল ও সহিংসতা এড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন- প্রাণীসম্পদ অফিসার ডা: এ আর এম আল মামুন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ অনেকে।

তবে কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল উপস্থিত থাকলেও তিনি কোন বক্তব্য দেননি।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদক, জুয়া বেড়ে যাওয়া ও অবৈধভাবে বালু উত্তোলন, অদক্ষ চালক দিয়ে ট্রাক্টর কাঁকড়া গাড়ীতে পরিবহন বন্ধসহ বিভিন্ন বিষয়ে নানা সমস্যা উঠে আসে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

এমআর

No comments:

Post a Comment