Thursday, December 19, 2024

কাউনিয়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) সেবনের অপরাধে জিহাদুল ইসলাম (২৭) নামে এক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ওই যুবকের একশো টাকা অর্থদন্ড করা হয়।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতারমোড় বাজেমজকুর এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দন্ডপ্রাপ্ত জিহাদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় তিনি শ্রমিক।


ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ফারুক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবক মাদক সেবন করার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং একশো টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক বলেন, মাদকদ্রব্য আইনের ধারায় ওই যুবককে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া শীঘ্রই মাদক বিক্রি এবং সেবন বন্ধে কাউনিয়ায় সেনাবাহিনীর অভিযান শুরু হবে।


এমআর

No comments:

Post a Comment