Sunday, December 22, 2024

কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত

নিজস্ব সংবাদদাতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই-আগষ্ট) নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আকতার হোসেন।

তিনি রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও একই ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার শহীদ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন।


এ সময় সাথে ছিলেন- জাতীয় নাগরিক কমিটির সংগঠক মো. আলমগীর হোসেন নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মুখপাত্র মো. শামীম হোসেন, মো. আরিফুল ইসলাম, শিপুন আহম্মেদ হিমু, শরিফুল ইসলাম প্রমূখ।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আকতার হোসেন বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জুলাই-আগষ্ট গণমানুষেরা যে আন্দোলন করেছিল সে আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।

এমআর

No comments:

Post a Comment