নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে শিক্ষকগণ জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত বিগত ১২ আগষ্ট ২০২০ইং তারিখের কালো চিঠি বাতিলে সহায়তা করার আহ্বান জানান।
এসময় আখতার হোসেন তাদের দাবি গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সাংগঠনিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রধান শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের জাতীয়করণকৃত শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম, আব্দুল সাত্তার, আলফাজ হোসেন, সুনীল কুমার মন্ডল, শামসুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment