Sunday, December 8, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ২ সার ব্যবসায়ির জরিমানা

নিজস্ব সংবাদদাতা 

অসাধু উপায়ে রাসায়নিক সার সংগ্রহ ও মজুদ করে ব্যবসা পরিচালনার দায়ে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজারে  বিএডিসি সার ডিলার রিতা সার ঘরের স্বত্বাধিকারী পুষ্পেন্দ্র নাথ বর্মণের ৫ হাজার টাকা এবং টেপামধুপুরে বিসিআইসি সার ডিলার সামাদ এন্টারপ্রাইজে অবৈধ মজুদ ও বিভিন্ন প্রকার অনিয়মের জন্য ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। এ সময় সাথে ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজল সরকার, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আকমল হোসেনসহ একদল পুলিশ।


উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, অসাধু উপায়ে রাসায়নিক সার সংগ্রহ ও মজুদ করে বিক্রির অপরাধে এই জরিমানা এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। অবৈধ মজুদ বিরোধী অভিযান ও বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। কৃষিসহ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট সৃষ্টকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।


এমআর

No comments:

Post a Comment