নিজস্ব প্রতিবেদক
বছরের পর বছর এ বধ্যভুমিটি অরক্ষিত থাকলেও বিগত সরকারের আমল থেকে সেটি এখন সুরক্ষিত। ফলে ওই এলাকার বর্তমান প্রজন্ম শহীদবাগের এ শহীদ স্মৃতি নিয়ে এখন তারা গর্বিত।
প্রত্যক্ষদর্শী বাবু সুদর্শন বর্ম্মন দয়াল জানান, মহান মুক্তিযুদ্ধকালীন
৭১’র এপ্রিলে কাউনিয়ার সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের শপথ নিয়ে কাউনিয়া থানা ঘেরাও করে। ওই সময় পাক-সেনারা বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর মৌজায় মা-বোনদের ওপর অত্যাচার শুরু করলে উত্তেজিত জনতা প্রাণের মায়া ত্যাগ করে দা, কুড়াল, বটি দিয়ে কুপিয়ে পাক-সেনাদের হত্যার পর লাশ গুম করে।
এ ঘটনায় পাক-বাহিনীর হায়েনারা তাদের লাশ না পেয়ে ভূতছাড়া মৌজার জুড়াবান্দা বিলে এবং রেল লাইনের ধারে শতাধিক নিরীহ নারী-পুরুষ, তরুন-তরুনী ও শিশুদের নির্বিচারে গুলি করে। এ সময় তারা ওই এলাকার সবগুলো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আবার কিছু শহীদদের লাশ সেই আগুনে পুড়ে ফেলে।
No comments:
Post a Comment