নিজস্ব সংবাদদাতা
'জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন- কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. লোকমান হোসেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর গ্যালারি এ্যাসিস্ট্যান্ট মো. গাউছুল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, তথ্য আপা অঙ্কনা জাহান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন কাউনিয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এরপর 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে তারণ্যের উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখোর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁটাথন, কাবাডি ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এমআর
No comments:
Post a Comment